আমরা কেমন পুরুষ..?

লেখাটি বিবাহিতদের জন্যে প্রযোজ্য হলেও
অবিবাহিতরাও আগামীর টিপ্ִস মনে করে পড়তে পারেন।
অনেক অক্ষম পুরুষকে দেখেছি বউ পেটাতে
সক্ষমতার পরিচয় দিতে। অনেক কাপুরুষ, ভীতু
প্রকৃতির লোককে দেখেছি বউয়ের সঙ্গে বীরত্ব
প্রদর্শন করতে। অনেক ভদ্র, শালীন ব্যক্তিকে
দেখেছি বউয়ের চৌদ্দগোষ্ঠী তুলে অশালীন
গালিগালাজ করতে। অনেক মুখোশধারী
ভালোমানুষকে দেখেছি স্ত্রীর বেলায় মূর্তিমান
আতঙ্করূপে আবির্ভূত হতে। কিন্তু স্ত্রীর কাছেতো নিজের বীরত্ব প্রদর্শনের জায়গা নয়। স্ত্রীর উপর তো স্বামীর ক্ষমতা আর দাপট দেখানোর স্থান নয়। কাপুরুষ তো ওই ব্যক্তি, যে তার স্ত্রীর সঙ্গে বীরত্ব দেখায়, শক্তিমত্তা প্রদর্শন করে। অথচ একজন প্রকৃত আদর্শবান এবং উত্তম মানুষ তো ওই ব্যক্তি, যে তার ঘরের মানুষের কাছে উত্তম হিসেবে প্রমাণ করতে পেরেছে।
একজন অপরিচিত মেয়েমানুষ যখন আপনার ঘরে স্ত্রী হিসেবে প্রথম পা রাখে, তখন তার ভেতর কী পরিমাণ অনিশ্চয়তা, অসহায়ত্ব কাজ করে, একটু অনুধাবনের চেষ্টা করুন।
তার ভেতরকার তোলপাড় অবস্থা গভীরভাবে বুঝার চেষ্টা করুন। নিজের জন্মভিটা, ঘর-বাড়ী, মাতা-পিতা, আত্মীয়-স্বজন ছেড়ে আপনাকে একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করে নিয়েছে আজীবনের তরে।
তাকে আপন করে নিয়ে সবার শূন্যতা আপনাকেই পূরণকরতে হবে। সব শূন্যতা আর অসহায়ত্ব
দূরীকরণে একজন আদর্শ স্ত্রীর জন্যে একজন আদর্শ স্বামীই যথেষ্ট।
হোক না অভাব-অনটনের সংসার। থাকুক না শখ মতো,পছন্দসই কোনো কিছু দিতে না পারার খেদ। একজন আদর্শ স্ত্রী কখনোই আপনাকে এসবের জন্যে কষ্ট দেবে না, এনে দিতে হবে বলে বায়না ধরবে না।
একজন স্ত্রী সবার ভালোবাসা, আদর, সোহাগ ত্যাগ করে আপনার ভালোবাসা, একটু আদর, একটু মমতার দাবীদার
হয়ে আপনাকে বরণ করে নিয়েছে, জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে নিয়েছে। এখন আপনি যদি,
স্ত্রীর সঙ্গে আপনার সব বাহাদুরীর বহিঃপ্রকাশ ঘটান, আপনার সব বীরত্ব স্ত্রীর উপর প্রয়োগ করেন,আপনার সব ক্ষোভ স্ত্রীর উপর ঝাড়েন, আপনার ভেতরকার হিংস্রতা স্ত্রীর জন্যেই বরাদ্ধ রাখেন, তখন কেঁদে কেঁদে এই বেচারীর জীবন পার করা ছাড়া উপায়ান্তর থাকে না।
অশ্রুকে সঙ্গী করেই দুর্বিষহ জীবনযাত্রা আর
স্বপ্নভঙ্গের গ্লানি টানতে টানতে এক সময়
জীবনযুদ্ধে পরাজয় বরণ করে নিতে হয়।

স্ত্রীরা যে ধোয়া তুলসীপাতা, তা নয়। তারা তো সৃষ্টিগতভাবেই বাঁকা প্রকৃতির। তাদের ঘাড়-ত্যাড়ামি স্বভাব তো জগতজুড়া। তাই বলে তাদের পিটিয়ে সম্পূর্ণ সোজা করে ফেলবেন, এমন সাধ্য আপনার নেই।
বক্রতাকে সঙ্গী করেই চলতে হবে আপনাকে।
কৌশলে বশে আনতে হবে। দেখবেন আপনার
স্ত্রীর সব আয়োজন শুধু আপনাকে ঘিরেই। সারাক্ষণ তার ধ্যান-জ্ঞান আর হৃদয়জুড়ে শুধু আপনিই আপনি।

@azimafhn

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started