নামাজ পড়তেই হবে..!

কাল হঠাৎ ইউটিউবে সার্চ দিলাম… “নামায কেনো পড়তেই হবে?”
“ওযুর জন্য পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম ছাড়াই নামায পড়ুন।
কিবলামুখী হয়ে নামায পড়তে হয়, কিবলামুখী বুঝতে পারছেন না, যেকোনো দিক হয়েই নামায পড়ুন।
দাঁড়িয়ে নামায পড়তে পারছেন না? বসে পড়েন। বসে না পড়তে পারলে শুয়ে পড়েন।
পরিষ্কার কাপড় পড়ে নামায পড়তে হয়। পরিষ্কার কাপড় না থাকলে প্রসাব, পায়খানা লাগা কাপড় পড়েই নামায পড়েন, কোনো কাপড় না থাকলে উলংগ হয়ে নামায পড়েন।
ট্রেনের প্রচন্ড ভিরে ঝুলে আছেন, আযান দিচ্ছে সেই অবস্থাতেই নামায পড়ুন ।
নামায কি জিনিস, কি করে বুঝাই, এক আশ্চর্য ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানেনা।
আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ্জ করলো অন্যজন। আপনার সাওয়াব হবে।
আপনি অসুস্থ, ফকির কে খাওয়ালেন আপনি রোযার সাওয়াব পাবেন….
হজ্জের বিকল্প আছে, রোযার বিকল্প আছে। নামায এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই।
নামায কি জিনিস কি করে বুঝাই?????”
আমার ভাই বোনেরা,” নামায পড়ুন”
আপনার জীবনে যাই আসুক, “নামায পড়ুন।”

আপনার জীবনে যতোই খারাপ কাজ করেন না কেন, পরিমাণে যতই বেশি হোক না কেন, “নামায পড়ুন”।
কোন ছাড় নেই।
বোন বলছেন, “আপনি হিজাব পরেন না”,
আমি আপনাকে বলছি “নামায পড়ুন”
বোন বলছেন, আমার কাপড় নামাযের উপযোগী নয়।আমি আপনাকে বলছি,”নামায পড়ুন”
ভাই বলছেন, “আমি মদ পান করি”
নামায পড়ুন
“আমি ড্রাগ বিক্রি করি”
নামায পড়ুন
“আমি ড্রাগ সেবন করি”
“নামায পড়ুন”
“আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি। “
“নামায পড়ুন”।
আপনার জীবনে যাই আসুক না কেনো নামায পড়ুন
“ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামায পড়বো? এটি নামাযের প্রতি অসম্মান জনক ও আমার ভন্ডতা প্রকাশ পায়”
আমি বলছিনা এজন্যই আমরা নামায পড়ি কারণ আমরা ভালো না, আমি পাপী, আমরা ভুল করছি।
আপনি তবুও নামায পড়ুন।
আল্লাহ বলেছেন, “নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।”
“নামায পড়ুন”
কিছু মানুষ বলে আমাকে ভালোপথে আসতে দাও। ইন শা আল্লাহ আমি নামায পড়া শুরু করে দিবো।
বন্ধুরা নামায ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্যই আমরা নামায পড়ি যাতে ভালোপথে আসতে পারি।
আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ পড়ুন।

মনে রাখবেন, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, নামাজ পড়তেই হবে..!

* সংগৃহিত

*** নামাজ : কোনো বিকল্প নেই

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started