খবর দিও

তোমার ব্যস্ততা ফুরালে আমাকে বলো ,
তোমার আমার কথা হবে , চোখের পলক
না ফেলে আমি তোমাকে ভরা জোছনায় ,
মন ভরে দেখবো ।

তোমার সমস্ত নিজের ভুবনে ডুবে থাকা
কাজ ফুরালে খবর দিও ,
আমি এক উঠোন জোড়া শীতল পাটি
বিছিয়ে গল্প জুড়বো ।

আমার কতদিন তোমাকে বলা হয়না
ভালোবাসি , কতদিন তোমার কোলে
মাথা রেখে বলি না আমার মাথায়
হাত বুলিয়ে দেও , অথচ রোজ ভাবি
এই বুঝি তোমার অবসর মিলবে ।

তোমার ব্যস্ততা ফুরালে , আমাকে বলো
আমি একটু কাঁদতে চাই তোমার বুকে
আমি ভীষণ , বিরক্ত আমিটাকে নিয়ে
আমি তোমার কাছে কিছুক্ষন বসতে চাই ॥

~খবর দিও

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started