পাঠকের_লেখাঃ ০১
বরাবরের মতোই, আমি ভিন্ন ধরনের লেখা পোষ্ট করতে পছন্দ করি। আজকের লেখাটি নোয়াখালী জেলার চাটছিল থানা থেকে একজন ভাই পাঠিয়েছে ন।——–তিনি লিখেছেন
আমরা আসলে কই যাইতেছি?🙃
কোথায় গিয়া থামব? 🤷♀️
বেতন ১ লাখ টাকা হলে থামব? 😙
কিন্তু আমি তো দেখতেছি যার বেতন ১ লাখ, সেও অস্থির!
সেও যেন কোথায় যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে! সে চায় কী?
৪ লাখ টাকা বেতন পাওয়া লোকটা ঠিক কোন কারণে কলিগের পেছনে লাগে? সে আর কী চায়?
ঢাকায় আমার একটা বাড়ি হলে থামব? আমি তো ঢাকার বাড়িওয়ালাকেও স্থির দেখি না। সেও ছুটছে আরেকটা বাড়ি করার উদ্দেশ্যে।
৩টা বাড়ির মালিক কেন চাচাতো ভাইয়ের জমি দখল করে? সে আর কী চায়?
আমার ইচ্ছা করে থেমে থাকতে। উপরে বা নিচে— কোথাও আমার গন্তব্য নেই। শুধু ম্যাচিউর হয়ে বেঁচে থাকতে চাই। ভালো মানুষ হতে চাই।কিন্তু যখন দেখি টাকা ছাড়া সমাজে, পরিবারে কোথাও মূল্যায়ন নাই, তখন তা আমাকে ভাবায়, পীড়া দেয়।
ভাই ভাইকে খুন করে,
ভাবি দেবের সাথে চলে যায়, দুই সন্তানের মা কেও দেখি স্থির নাই,
ঢাকার আনায় কানায় ৩০০০০ হাজারের বেশি আবাসিক হোটেল, সেখানেও শান্তি নাই,
ওটিটি ফ্ল্যাটফর্মে যৌনতায় ভরপুর।
কলগার্লে ভরে গেছে প্রতিটা শহর।
কোথায় থামবো আমরা,, জানি না।।
জানার চেষ্টাও করি না।
শুধু বলবো—
আমরা যদি ধর্মীয় শিক্ষায় ও চর্চায় প্রতিটা শিশুকে এবং পরিবার কে জড়াতে পারি তবেই এর একমাত্র সমধান হতে পারে বলে আমি মনেকরি।।। যেখান থেকে আমরা এখনো বহুদূর 😔😔😞
AFHN
Leave a comment