নারী..!!

নাবলাকথাঃ ৪৮

নারী মানে চিন্তা ভাবনার রানী।আমাদের নারীদের আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করেই কাজ করতে হয়। কখন কোথায় যেতে হবে, কি করতে হবে কিভাবে চলতে হবে , সবকিছুই একটু বেশি ভাবতে হয়। বিশেষ করে যখন একটা মেয়ে সংসার জীবনে পা রাখে। চলার পথে ডান পা দিতে হবে না বাম পা দিতে হবে! সামনে পা রাখবো না দুটো পা এক জায়গায় রাখবো অনেক কিছু ভেবে পথ চলতে হয আবার অনেক সময় অনেক কিছু মনের মধ্যে চাপা রেখেও হাসি মুখে এগিয়ে যেতে হয়। তারপরও সবকিছু আপনার নিয়ন্ত্রণের ভেতরে থাকবে তার কোন নিশ্চয়তা নেই ।তবে সব পরিবেশে সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটাই হল নারীর স্বার্থকতা। একজন নারী কিভাবে ধৈর্য্য ধরতে হয় এই শিক্ষাটা রপ্ত করা খুব জরুরি। নারীকে কোন অবস্থাতেই ভেংগে পড়া উচিত নয় । নারীদের হতে হয় শক্ত মনের অধিকারী।একটাই বিশ্বাস রাখা উচিত আমার চেষ্টার ফলে যেকোনো পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে সামলিয়ে নিতে আমি পারবো , আমাকে পারতেই হবে।তখন কোন সমস্যা বলে আর সমস্যা মনে হবে না ।।
@bclr.bd

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started