মেয়েরা কি চায়..?

সবমেয়েরাপ্রেমিকাহয়েথাকতেচায়কিন্তুপারেকি?

🍂মেয়েদের বয়স যতই সময়ের সাথে গুণ হোক না কেন মেয়েরা আসলে প্রেমিকাই থেকে যায়।
প্রথম প্রথম যে অভিমানী প্রেমিকা টা থাকে আপনি বুঝেন না সে প্রেমিকাই রয়ে যায় মেয়েরা।
সে আবদার করে, অভিমান করে, অভিনয় ও করে, ভালোবাসা পাওয়ার জন্য।

যখন আপনি তাকে সে প্রেমিকা থেকে অন্য কিছু হওয়ার জন্য তাড়া দেন সে চুপসে যায়। তাকে বার বার মনে করিয়ে দেন তুমি আর প্রেমিকা নও তুমি বউ, বাচ্চার মা, ঘরের লক্ষী, অন্নপূর্ণা।

সে তার প্রেমিকা থাকার ইচ্ছেটা লুকিয়ে ফেলে। হারিয়ে নয়।

মেয়েরা যত সংসারী হোক না, শাড়ির ভাজে চিঠি চায়, বুক পকেটে মাসের হিসেবের রশিদ টার সাথে গোলাপ চায়।
একটু আহ্লাদীপনা চায়।
তুমি যখন ধমক দাও। এইসব কি?

সেপ্রেমিকাকেলুকিয়েফেলে,#হারিয়েনয়।

মেয়েরা প্রেমিকার মতো মাঝ বুকে খনন করতে চায় সারাদিনের ক্লান্তি শেষে।
তুমি যখন ক্লান্ত হও এলো চুলে বিলি কাটতে চায়।
নখে আচড় কেটে নাম লিখতে চায়৷
তুমি যখন বিরক্তি দেখাও।

সেপ্রেমিকাকেলুকিয়েফেলে,#হারিয়েনয়।

মেয়েরা প্রেমিকার মতো সময় চায়। থাকো না ব্যস্ত। একটা ফোন চায়, সেটা কি লাগবে তার লিস্টের নয়।
কি গো আজকাল নীল শাড়ি টা পড়ো না যে?
তোমার বুঝার ক্ষমতা নেই কত কাজের পাহাড় টপকে সে আলমারী খুলে নীল, সবুজ, মেরুন শাড়িটা রোদে দিবে। ভাজ ঠিক ভাঙ্গবে তুমি আসার আগে।
তাও তোমরা প্রেমিকা খুঁজে নিতো জানো না।

শুধু অভিযোগ কর আগের মতো নেই তুমি।

মেয়েদের মন বুঝা খুব কঠিন।
এত সহজ সমীকরণ আর কোথাও নেই। সত্যি নেই।

বিশ্বাস কর মেয়েরা প্রেমিকা হয়েই থাকতে চায়।
যদি ছোট্ট একটা জগৎ সে প্রেমিকা রয়ে যেতে পারে তার চেয়ে ভাগ্যবান আর নেই। সে তোমাকে পৃথিবীর সব টুকু সুখ এনে দেবে। তোমার মতো ভাগ্যবান আর কেউ হবে না তখন।

কিন্তু বড় অল্প সময়ের জন্যই মেয়েরা প্রেমিকা হয়। সে সময় টা মেয়েরা বড় যত্নে রাখে। প্রেমিক টা কে বড় আগলে রাখে।
হয় না থাকা প্রেমিকা হয়ে।
যখন থেকে বুঝানো হয় তুমি আর প্রেমিকা নও।
তখন থেকে লুকিয়ে ফেলে।

বিশ্বাস কর, খুব সহজ সে লুকিয়ে ফেলা প্রেমিকা খোঁজা,
চোখের সামনেই থাকবে। যদি তোমার নজর না পড়ে তাতে ধুলো জমবে। বড্ড অভিমানী যে।

জানো? খুব বেশি কিছু করতে হয় না খিটখিটে যাওয়া বদ মেজাজী বউকে প্রেমিকা বানাতে।

ঐ যে সস্তা ইমোশন যাকে বলো, সেসবেই দিব্যি বানানো যায়।
শুধু চোখের দিকে তাকিয়ে একটা ছোট্ট চুমো। কিংবা কখনো পিছন থেকে জড়িয়ে ধরে কানে ফু৷ একটা বেলির গাজরা কি খুব দামী বলো?

কখনো দেখেছো কোন প্রেমিকাকে সোনার বালা চাইতে? তারা কাচের চুড়িই চেয়ে গেছে সে আদি কাল থেকে৷

তুমি প্রেমিকাকে গিন্নি বানাও। তখন সোনা চায়।

বিশ্বাস কর এক ডজন কাচের চুড়িতে প্রেমিকা বানিয়ে সে হাসির স্নিগ্ধতা পাবে, তিন ভরি বালাতে তুমি সে হাসিতে খাদ পাবে।

মেয়েরা সত্যিই বড় অদ্ভুত হয়। তবে সমীকরণ টা সহজ। তুমি তালগোল পাকিয়ে জটিল কর।

বিশ্বাস কর। মেয়েরা প্রেমিকা হয়ে থাকতেই চায়।
তোমরা প্রেমিকা বানানো টা প্রথমের শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে তারপর কেন অবহেলা বানিয়ে ফেলো বলো তো?

অনেক বউকে দেখবে, টাকা ক্রেডিট কার্ড, সোনা, দামী শাড়ি জামা, দামী রেস্টুরেন্টে প্রতি মাসে ডিনার কিংবা ওয়ার্ল্ডা ট্যুরে নিয়েও অভিযোগ ছাড়া কিছুই পাবে না। তাদের লোভী বলে সহজে ব্যাখা করে ফেলা যায়।

আর কিছু মেয়ে নিজের একটা ছোট্ট ঘরের জন্য স্বামীর সম্মানের জন্য নিজের সবটা উজার করে, অভিযোগ নেই। তাদের দামী শাড়ি থাকে না, কিন্তু স্বামীর সাথে দারুন খুনসুটি থাকে। ঘরে কয়েক বছর পর পর কয় টা বেবি ফ্রক এলো সেটা ব্যাপার নয়। প্রায়শ তাদের ভেজা চুল ভোরের রোদে শুকায়।
তারা অল্পতেই খুশি থাকে। কারন তারা প্রেমিকা থাকে। তাদের আবদারে ছোট্ট একটা বুক আছে। তাদের অভিমানের তীব্রতা আছে।

সে লোভী শব্দ জুড়ে দেওয়া মেয়ে গুলোকে কি যত্নে প্রেমিকা লুকিয়ে রাখে কত অভিমানের মৌড়কে তা জানোই না। কিন্ত কি সহজ জানো তাদের প্রেমিকা বানানো?
বড্ড সহজ। সে সরল অংকের মতোই।
প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনীর যোগ বিয়োগ গুণ ভাগে তোমরাই জটিল করে ফেলো।
কিন্তু সমাধানের জন্য কিচ্ছু লাগে না। সে বেসিক জ্ঞান টায় লাগে।

জটিল কে আরো জটিল করে বিরক্ত হয়ে যাও। মাঝ পথেই ফেলে রাখ। কিন্তু ধৈর্য্য নিয়ে সমাধানে শেষে সে শূন্য কিংবা এক।

শুধু যে প্রেম টা তুমি জানো তাতেই প্রেমিক থাকো সে প্রেমিকা পেয়ে যাবে।

মেয়েরা কোন বয়সেই প্রেমিকা হতে ভুলে না। মাঝ বয়সী কোন নারী তাহলে সংসার নামক গন্ডি ছেড়ে বেরিয়ে যেত না৷
আমরা কত দেখি মধ্য বয়েসীরা সংসার ছেড়ে হারিয়ে যায়।
তারা কিভাবে প্রেমিক হয় তখন?

ঐ যে মেয়েরা প্রেমিকাকে লুকিয়ে রাখে। হারিয়ে ফেলে না।

তুমি তাকে প্রেমিকা বানিয়ে রাখো। তার রাজ্য একা রাজত্ব করবে তুমি৷ বিশ্বাস কর তুমি জানবে, তুমি মানবে পৃথিবীতে তোমার চেয়ে খুশী মানুষ দ্বিতীয় টি নেই৷

বিশ্বাস কর, মেয়েরা আজীবন প্রেমিকা হয়েই থাকতে চায়।

মেয়েরাপ্রেমিকাহয়েথাকতেচায়

দোলনা_বড়ুয়

Na Bola Kotha
Rashida Akter
Afsana Akter

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started