একজন পুরুষ মানুষ যখন কোন নারীকে ভালবাসে , সে ভালবাসায় একজন নারীর ভালবাসা থেকে বিস্তর পার্থক্য থাকে । সে ভালবাসা থাকে অসম্ভব সুন্দর ।
পুরুষ মানুষ সত্যিকার কাউকে ভালবাসলে সে কখনই ও নারীর সাথে চিট করার কথা চিন্তা ও করতে পারবে না । সে নারীর প্রতি অনেক প্রটেকটিভ মানুষিকতা তার থাকবে । দুনিয়ার সবার কাছে মিথ্যা বললেও ওই নারীর কাছে সে মিথ্যা বলতে পারবে না ।
সে কখনও ওই নারীকে সন্তানের মত টিট্র করবে , কখনও বোনের মত তাকে প্রোটেকট করবে । তাকে তার পুরো দুনিয়া দেওয়ার চেষ্টা করবে । তার জীবনে সে নারীর গুরত্ব অনেক থাকে । তার পরিবারের অন্য সদস্যদের মতই সে ওই নারীকে তার পৃথিবীতে জায়গা দিবে ।
দিনশেষে ওই নারীর কাছে তার পুরোটা তাকে শেয়ার করবে । কোন ইগো সেই নারীর সাথে দেখাবে না । একজন পুরুষ সত্যিকার কোন নারীকে যদি ভালবাসে সে বাচ্চাদের মত নিজেকে ওই নারীর কাছে জমা দিবে । তার রাগ অভিমান সামলে নেওয়ার দায়িত্বটা ওই নারীর যেনো কর্তব্য । পুরুষ মানুষের এমন ভালবাসা একমাত্র ভাগ্যবান নারীরাই পায় ।
ম.স.ই.
Leave a comment