ইচ্ছে

কখনো কখনো নিজের অনুভূতি বোঝানো যায় না। শুধু ভেতরে ভেতরে হাহাকার লাগে, ভীষণ একা লাগে, অসহায় লাগে! অপরিচিত মুখ আর মানুষের ভীড়ে, নিজেকে কতটা নিঃস্ব লাগে, তার অনুভূতি হয়তো কখনোই বলে বোঝানো যায় না!

অথচ জন্মানোর সময় একা ছিলাম, আবার মৃ ত্যু র পরেও একা হয়ে যাবো! মাঝের যে জীবনটা, যতদিন বেঁচে থাকলাম, এই একাকিত্ববোধ আর অসহায়বোধ আর ঘুচলো না!

আমার জীবনে খুব বেশি কিছু চাওয়ার ছিল না কখনোই। শুধু যে অল্প ক’দিন বাঁচবো, অন্তত একা হয়ে বাঁচতে চাইনি। অথচ কি কপাল, হতাশা আর একাকিত্বে জীবনের স্বাদটাই ভুলে গেছি! মৃ ত্যু র আগেই কেমন একা হয়ে গেছি!

kazol

Comments

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started